####জাপানি স্বপ্নকে হারালো বেলজিয়ামের অদম্য মনোভাব, শেষ আটের টিকিট লুকাকুদের###
####জাপানি স্বপ্নকে হারালো বেলজিয়ামের অদম্য মনোভাব, শেষ আটের টিকিট লুকাকুদের###
#রস্তোভ অ্যারেনা : সূর্যোদয়ের দেশের হাত ধরে রাশিয়া বিশ্বকাপে বিপ্লব আসতে চলেছিল ৷ জাপানের আসাধারণ ফুটবলে মাত হয়েছিল তুখোড় দলও ৷ কিন্তু বেলজিয়ামের অদম্য মনোভাবের কাছে থমকে গেল জাপানি রূপকথা ৷ ৩-২ হারিয়ে জয় পেল লুকাকু-হ্যাজার্ডদের দল ৷
মঙ্গলবার সন্ধ্যায় মেক্সিকো-র বিরুদ্ধে ব্রাজিলের জয়ের পর রাতের ম্যাচে সকলেই বাজি লাগিয়েছিলেন বেলজিয়ামের হয়ে ৷ কিন্তু এদিন যে ফুটবলটা খেলল জাপান তাতে তাক লেগে যাওয়ার উপক্রম ৷ কার্যত তেল খাওয়া মেশিনের মত অপারেট করছিলেন জাপানি ফুটবলাররা ৷ প্রথমার্ধেই বেলজিয়ামের কুর্তোয়াকে পরাস্ত করে কার্যত জাপানকে লিড এনে দিয়েছিলেন ইউইয়া ওসাকো ৷ কিন্তু কোনক্রমে সেটা রক্ষা পায় ৷
প্রথমার্ধে গোলমুখ খুলতে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই কামাল ৷ ঝকঝকে কাউন্টার অ্যাটাকে ওঠা এশিয়ান দেশের ফুটবলাররা বেলজিয়ান রেড ডেভিলসের মধ্যে ত্রাস তৈরি করছিলেন ৷ ফল হাতেনাতে জেনকি হারাগুচি ও তাকাই ইনুইয়ের স্টানারে ৭ মিনিটের মধ্যেই চোখে সর্ষে ফুল দেখিয়ে দেয় বেলজিয়ামকে ৷ দুটি গোল হয় ৪৮ ও ৫২ মিনিটে ৷
সূর্যদয়ের দেশ বিশ্বকাপের মঞ্চে প্রথম কোয়ার্টার খেলবে যখন বদ্ধপরিকর সমর্থকরা , তখনই যেন কামব্যাক কাকে বলে দেখিয়ে দিল বেলজিয়াম ৷ ৬৯ মিনিটে ভারতোনঘেনের গোলে ব্যবধান কমায় তারা ৷ আর হ্যাজার্ডের ক্রস থেকে ফেলাইনির শট পরাস্ত করে জাপানি গোলরক্ষক এইজি কাওয়াশিমাকে ৷ ৭৪ মিনিটে ম্যাচে সমতা ফেরায় তারা ৷
এরপরও দু‘দলই শেষ আটের টিকিটে জন্য চেষ্টা চালাচ্ছিল ৷ কিন্তু ভাগ্যদেবী বোধহয় বেলজিয়ামের ওপরই কিঞ্চিৎ বেশি প্রসন্ন
ছিলেন ৷ তাই ৯৪ মিনিটে চাদলি দলের হয়ে জয়সূচক গোলটি করেন ৷ ১৯৭০ -র পর বিশ্বকাপের প্রি-কোয়ার্টারে ২-০ গোলে পিছিয়ে পড়ে ম্যাচ জয়ের নজির গড়ল বেলজিয়াম ৷
কোয়ার্টার ফাইনালে তাদের সামনে তিতে-র ব্রাজিল ৷
No comments