Header Ads

####জাপানি স্বপ্নকে হারালো বেলজিয়ামের অদম্য মনোভাব, শেষ আটের টিকিট লুকাকুদের###


####জাপানি স্বপ্নকে হারালো বেলজিয়ামের অদম্য মনোভাব, শেষ আটের টিকিট লুকাকুদের###

জাপানি স্বপ্নকে হারালো বেলজিয়ামের অদম্য মনোভাব, শেষ আটের টিকিট লুকাকুদের
#রস্তোভ অ্যারেনা : সূর্যোদয়ের দেশের হাত ধরে রাশিয়া বিশ্বকাপে বিপ্লব আসতে চলেছিল জাপানের আসাধারণ ফুটবলে মাত হয়েছিল তুখোড় দলও কিন্তু বেলজিয়ামের অদম্য মনোভাবের কাছে থমকে গেল জাপানি রূপকথা - হারিয়ে জয় পেল লুকাকু-হ্যাজার্ডদের দল
মঙ্গলবার সন্ধ্যায় মেক্সিকো- বিরুদ্ধে ব্রাজিলের জয়ের পর রাতের ম্যাচে সকলেই বাজি লাগিয়েছিলেন বেলজিয়ামের হয়ে কিন্তু এদিন যে ফুটবলটা খেলল জাপান তাতে তাক লেগে যাওয়ার উপক্রম  কার্যত তেল খাওয়া মেশিনের মত অপারেট করছিলেন জাপানি ফুটবলাররা প্রথমার্ধেই বেলজিয়ামের কুর্তোয়াকে পরাস্ত করে কার্যত জাপানকে লিড এনে দিয়েছিলেন ইউইয়া ওসাকো কিন্তু কোনক্রমে সেটা রক্ষা পায়
প্রথমার্ধে গোলমুখ খুলতে না পারলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই কামাল ঝকঝকে কাউন্টার অ্যাটাকে ওঠা এশিয়ান দেশের ফুটবলাররা বেলজিয়ান রেড ডেভিলসের মধ্যে ত্রাস তৈরি করছিলেন ফল হাতেনাতে জেনকি হারাগুচি তাকাই ইনুইয়ের স্টানারে মিনিটের মধ্যেই চোখে সর্ষে ফুল দেখিয়ে দেয় বেলজিয়ামকে দুটি গোল হয় ৪৮ ৫২ মিনিটে
সূর্যদয়ের দেশ বিশ্বকাপের মঞ্চে প্রথম কোয়ার্টার খেলবে যখন বদ্ধপরিকর সমর্থকরা , তখনই যেন কামব্যাক কাকে বলে দেখিয়ে দিল বেলজিয়াম ৬৯ মিনিটে ভারতোনঘেনের গোলে ব্যবধান কমায় তারা আর হ্যাজার্ডের ক্রস থেকে ফেলাইনির শট পরাস্ত করে জাপানি গোলরক্ষক এইজি কাওয়াশিমাকে ৭৪ মিনিটে ম্যাচে সমতা ফেরায় তারা
এরপরও দুদলই শেষ আটের টিকিটে জন্য চেষ্টা চালাচ্ছিল কিন্তু ভাগ্যদেবী বোধহয় বেলজিয়ামের ওপরই কিঞ্চিৎ বেশি প্রসন্ন  ছিলেন তাই ৯৪ মিনিটে চাদলি দলের হয়ে জয়সূচক গোলটি করেন ১৯৭০ - পর বিশ্বকাপের প্রি-কোয়ার্টারে - গোলে পিছিয়ে পড়ে ম্যাচ জয়ের নজির গড়ল বেলজিয়াম
কোয়ার্টার ফাইনালে তাদের সামনে তিতে- ব্রাজিল

Photo Courtesy - Reuters



No comments

Theme images by pixhook. Powered by Blogger.