জেরিন খানের সংক্ষিপ্ত পরিচয়
জেরিন খানের সংক্ষিপ্ত পরিচয়
জেরিন ১৯৮৭ সালের ১৪ মে তারিখে ভারতের মুম্বাই, মহারাষ্ট্রে একটি পাঠান পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি হিন্দি, উর্দু, ইংরেজি এবং মারাঠি ভাষায় কথা বলতে পারেন।[ তিনি তার উচ্চ মাধ্যমিক শিক্ষাজীবন রিজভী কলেজ অব সাইন্স থেকে সম্পন্ন করেন।
খান ২০১০ সালের অনিল শার্মার বীর চলচ্চিত্রে সালমান খানের বিপরীতে সহ-অভিনেত্রী হিসেবে বলিউডে আবির্ভূত হন। যার স্বীকৃতিস্বরুপ তিনি জি সিনে পুরস্কার - শ্রেষ্ঠ নারী অভিষেক এর জন্য মনোনীত হন।[২] তিনি সালমান খানের রেডি চলচ্চিত্রের একটি আইটেম গান কারেক্টার ঢিলা-এ পারফর্ম করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন; যেটি অবশ্য ২০১১ সালের অন্যতম একটি সর্বাধিক ব্যবসাসফল বলিউড চলচ্চিত্র হিসেবে মর্যাদা লাভ করে। জেরিন প্রাথমিকভাবে সাজিদ খান পরিচালিত হাউজফুল ২ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে বাণিজ্যিক সাফল্য অর্জন করেন। পরবর্তী বছরে খান তামিল চলচ্চিত্র নান রাকাবগা পগরিন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তামিল চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি মালগোভ নামের একটি আইটেম গানে কাজ করেন।[৩][৪][৫] তিনি ২০১৪ সালের রোমাঞ্চকর গোয়েন্দাভিত্তিক চলচ্চিত্র জ্যাট জেমস বন্ড-এ প্রধান চরিত্রে অভিনয় করেন; যেটি বক্স অফিসে ব্যাপকভাবে সাফল্য অর্জন করতে সামর্থ্য হয়।
জেরিন ১৯৮৭ সালের ১৪ মে তারিখে ভারতের মুম্বাই, মহারাষ্ট্রে একটি পাঠান পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি হিন্দি, উর্দু, ইংরেজি এবং মারাঠি ভাষায় কথা বলতে পারেন।[ তিনি তার উচ্চ মাধ্যমিক শিক্ষাজীবন রিজভী কলেজ অব সাইন্স থেকে সম্পন্ন করেন।
খান ২০১০ সালের অনিল শার্মার বীর চলচ্চিত্রে সালমান খানের বিপরীতে সহ-অভিনেত্রী হিসেবে বলিউডে আবির্ভূত হন। যার স্বীকৃতিস্বরুপ তিনি জি সিনে পুরস্কার - শ্রেষ্ঠ নারী অভিষেক এর জন্য মনোনীত হন।[২] তিনি সালমান খানের রেডি চলচ্চিত্রের একটি আইটেম গান কারেক্টার ঢিলা-এ পারফর্ম করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন; যেটি অবশ্য ২০১১ সালের অন্যতম একটি সর্বাধিক ব্যবসাসফল বলিউড চলচ্চিত্র হিসেবে মর্যাদা লাভ করে। জেরিন প্রাথমিকভাবে সাজিদ খান পরিচালিত হাউজফুল ২ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে বাণিজ্যিক সাফল্য অর্জন করেন। পরবর্তী বছরে খান তামিল চলচ্চিত্র নান রাকাবগা পগরিন চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তামিল চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি মালগোভ নামের একটি আইটেম গানে কাজ করেন।[৩][৪][৫] তিনি ২০১৪ সালের রোমাঞ্চকর গোয়েন্দাভিত্তিক চলচ্চিত্র জ্যাট জেমস বন্ড-এ প্রধান চরিত্রে অভিনয় করেন; যেটি বক্স অফিসে ব্যাপকভাবে সাফল্য অর্জন করতে সামর্থ্য হয়।
No comments